সুনামগঞ্জে প্রতিদিন তলিয়ে যাচ্ছে ফসল
- আপডেট সময় : ০৫:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১৬২৫ বার পড়া হয়েছে
উজান থেকে নেমে আসা ঢলে হাওরাঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে আবারো। সুনামগঞ্জে প্রতিদিন তলিয়ে যাচ্ছে ফসল। এদিকে, নেত্রকোনার খালিয়াজুরী ধনু নদীর পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।
রোববার থেকে পাহাড়ি ঢলে তাহিরপুর উপজেলার পাটলাই নদীর পানি বেড়েই চলছে। ফলে গুরমার হাওরের স্থায়ী বাঁধ উপচে পানি ঢুকছে। ঝুঁকির মধ্যে বৃহত্তম শনির হাওর ও মাটিয়ান হাওরের ধান।
কালনী ও মেঘনা নদীর পানি ঢুকে হবিগঞ্জের লাখাই উপজেলায় তিনটি হাওরের শতাধিক হেক্টর জমি তলিয়ে গেছে। আরও দুইদিন এভাবে পানি বাড়লে প্রায় তিন হাজার হেক্টর জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কৃষকরা এ পরিস্থিতিতে আঁধাপাকা ধান কাটা শুরু করেছেন।
নেত্রকোনায় ধনু নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় হুমকিতে পড়েছে ফসল রক্ষা বাঁধ। মারাত্মক হুমকিতে উপজেলার কীর্তনখোলা বেরি বাঁধ। যেকোন সময় বাঁধ ভেঙ্গে পানিতে তলিয়ে যেতে পারে ফসল। দ্রুত ধান কেটে ঘরে তুলছে হাওর পাড়ের কৃষক।
লক্ষ্মীপুরের মেঘনা নদীতে বাড়ছে জোয়ারের পানি। উপকূলীয় এলাকার মরিচ, সয়াবিন ও বিভিন্ন ধরনের ডাল এবং সবজি ক্ষেতে পানি ঢুকে পড়ছে।






















