সুনামগঞ্জে নারী নির্যাতনের ৫০টি মামলার রায় ঘোষণা করা হবে আজ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
 - / ১৮৭৭ বার পড়া হয়েছে
 
সুনামগঞ্জে নারী নির্যাতনের ৫০টি মামলার রায় ঘোষণা করা হবে আজ।
জেলার নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালে এসব মামলার রায় ঘোষণা করা হবে। দুপুরে ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন মামলাগুলোর রায় পড়া শুরু করবেন বলে জানানো হয়েছে। বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন এলাকায় নারী নির্যাতনের অভিযোগে দায়ের করা হয়েছিলো এসব মামলা। দীর্ঘদিন ধরেই আলোচিত এসব মামলাগুলোর শুনানিও চলছিলো আদালতে। রায় ঘোষণাকে ঘিরে মামলার বাদী ৫০ ভুক্তভোগী পরিবারের সদস্যদের আদালতে উপস্থিত থাকার কথা রয়েছে। অন্যদিকে, আসামি পক্ষের ৫০ পরিবারের সদস্যরা এই রায় শুনতে আদালতে হাজির থাকবেন।
																			
																		















