সুনামগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ
- আপডেট সময় : ০১:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
- / ২১৬২ বার পড়া হয়েছে
নির্বাচন কেন্দ্রীক সহিংসতায় সুনামগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত অর্ধশত। দুই পক্ষের এই সংঘর্ষ থামাতে পুলিশ শতাধিক রাবার বুলেট ছোড়ে। যাতে গুলিবিদ্ধ হয়েছেন ৩৫ জন।
উপজেলা সদরের পাশের গ্রাম পূর্ব মাছিমপুর ও নৈনগাঁও গ্রামবাসীর মধ্যে বুধবার সংঘর্ষের এ ঘটনা ঘটে। ৭ জানুয়ারি দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ঈগল প্রতীকে সমর্থকদের মধ্যে জাল ভোটকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এর জের দুপুরে দুই পক্ষের সমর্থকরা ফের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষস্থল থেকে ৯ জনকে আটক করেছে পুলিশ। ফের সংঘর্ষের আশঙ্কায় ওই দুই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ অভিযান চালিয়ে বাঁশ, লাটি, রামদা ও বুলেট উদ্ধার করে। সংঘর্ষে জড়িত ৯ জনকে আটক করা হয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে পরাজিত নৌকার প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সমর্থকদের হামলায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক আহত হয়েছে। গজারিয়ার গুয়াগাছিয়া গ্রামে বুধবার এ ঘটনায় আহত বিল্লাল তালুকদার উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক।
























