সুনামগঞ্জ সদর হাসপাতাল নিয়ে অব্যবস্থাপনা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ

- আপডেট সময় : ০৭:০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ সদর হাসপাতাল নিয়ে অব্যবস্থাপনা ও নানান অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিত্যদিনের। সরকারী চেম্বারে রোগী না দেখে প্রাইভেট চেম্বার নিয়ে ব্যস্ত অধিকাংশ চিকিৎসক। ৬৪জন ডাক্তারের মধ্যে কাগজে পত্রে ১৮জন ডাক্তার কর্মরত থাকলেও চিকিৎসা সেবা দিতে সময় দেন না অনেকে।
হাওর পাড়ের ১২ উপজেলার ২৫ লাখ মানুষের সরকারী চিকিৎসা সেবা কেন্দ্র সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল। ৯ জন কনসালটেন্টসহ ১৮ জন ডাক্তার কর্মরত থাকলেও বহি:বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরেও মেলে না ডাক্তারের সাক্ষাৎ। দুই-একজন ডাক্তার চেম্বারে আসলেও কয়েকজন রোগী দেখে আবারও চলে যাওয়ায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন রোগীরা।
ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও হাসপাতালের তত্বাবধায়ক ডা: আনিসুর রহমান কনসালটেন্টরা নিয়মিত আসেন না বলে স্বীকার করেছেন। হাওরাঞ্চলের মানুষের সরকারী স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ডাক্তার নিয়োগ, এক্সরে মেশিন চালুসহ অব্যবস্থাপনা দূরীকরণে দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।