সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, নড়াইল ও পটুয়াখালীতে বিভিন্ন দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৬:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, নড়াইল ও পটুয়াখালীতে বিভিন্ন দাবিতে মানববন্ধন হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিরীহ পরিবারের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের আলমখালী গ্রামের রাস্তায় মানববন্ধন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে বখাটের উত্যক্তের কারণে কলেজ ছাত্রী আঁখির আত্মহত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
স্বাস্থ্য বিভাগীয় মাঠ পর্যায়ের কর্মচারীদের টেকনিক্যাল মর্যাদা, বেতন বৈষম্য দূরীকরণ ও নতুন নিয়োগের দাবিতে কুড়িগ্রামে স্মারকলিপি দেয়া হয়েছে।
নড়াইলের লোহাগড়া উপজেলার নওখোলা গ্রামের রাকিবুল শেখ ওরফে মুজাহিদ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কনকদিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহিন হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় জনগণ। অন্যদিকে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আপগ্রেডেশন, বেতন-ভাতা বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী পরিষদ।
এছাড়া-গোপালগঞ্জের মুকসুদপুরে সুমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে নিহতের পরিবার ও গ্রামবাসী। উপজেলার ঢাকপাড় গ্রামবাসীর ব্যানারে এসব কর্মসূচী পালন করা হয়।