সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে শীর্ষ পদে পুনর্নিযুক্ত করা হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে শীর্ষ পদে পুনর্নিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার তার জোট ভেঙে যাওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। রাজনৈতিক অস্থিরতায় পদত্যাগে বাধ্য হন ম্যাগডালেনা অ্যান্ডারসন।
পার্লামেন্টে নতুন ভোটে সংসদ সদস্যরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসনকে সমর্থন করেছেন। সেপ্টেম্বরে নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। গতকাল সুইডেনের পার্লামেন্টে ৩৪৯ সদস্যের মধ্যে ১০১ জন হ্যাঁ ভোট, ১৭৩ জন না-তে ভোট দেন। এবং ৭৫ জন ভোট দেওয়া থেকে বিরত থাকেন। ভোটের পরে এক সংবাদ সম্মেলনে অ্যান্ডারসন বলেন, তিনি জলবায়ু পরিবর্তন এবং অপরাধ নির্মূল করে সুইডেনকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত।