সীমান্তে মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজন জনতার হাতে আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
- / ৩২৪০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে একাত্তর টিভির এমডি মোজাম্মেল বাবু, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ চারজনকে আটক করা হয়েছে। গেলো রাতে সীমান্ত এলাকা থেকে স্থানীয় জনতা তাদেরকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন। পুলিশ জানায়, রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য একটি প্রাইভেটকারে ধোবাউড়া সীমান্তে আসেন তারা। স্থানীয় জনতা টের পেয়ে একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকারের চালক সেলিমসহ চারজনকে আটক করে। আটককৃত চারজন পুলিশ হেফাজতে রয়েছেন।