সীমানা পুনর্বিন্যাস ও আসন বহালের দাবিতে ভাঙ্গায় সড়ক অবরোধ

- আপডেট সময় : ০৬:৪০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৯ বার পড়া হয়েছে
সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এতে ঢাকার সাথে দক্ষিণবঙ্গের ২১টি জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সড়কে আটকে আছে দূরপাল্লার অসংখ্য যানবাহন, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে, বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা ৪৮ ঘণ্টার হরতালে পুরো জেলায় অচলাবস্থা তৈরি হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় দ্বিতীয় দিনের মতো ঢাকা-বরিশাল এবং ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ করা হয়। এতে দুই মহাসড়কেই আটকা পড়ে যাত্রীবাহী বাস, ট্রাকসহ অসংখ্য যানবাহন।
স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙ্গাকে বিভক্ত করার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেয়া হয়।
সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে ভাঙ্গায় আগেও কয়েক দফা সড়ক অবরোধ হয়েছে।ইসিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। জবাব না মেলায় হাইকোর্টে রিট করা হয়।
এদিকে, বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা ৪৮ ঘণ্টার হরতালে অচলাবস্থা তৈরি হয়েছে। দূরপাল্লাসহ ১৬টি অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। খুলেনি বেশিরভাগ দোকানপাট।
হরতাল ঘিরে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়, নির্বাচন অফিস ও আদালত এলাকাতেও ছিল কড়া নিরাপত্তা।