সীতাকুণ্ডে আগুনে নিহতদের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর সমবেদনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
আগুনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকার প্রধান আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার নির্দেশনা দেন। এছাড়া, দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধার তৎপরতা পরিচালনা এবং ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা প্রদানে সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় নেতাকর্মীদের উদ্ধার তৎপরতায় সহায়তার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, স্পিকার শিরিন শারমীন চৌধুরীসহ অনেকে।