সীতাকুণ্ড অক্সিজেন প্ল্যান্টে দ্বিতীয় দিনে চলছে উদ্ধার কাজ
- আপডেট সময় : ০২:৩১:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ১৬৫০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে উদ্ধার কাজ দ্বিতীয় দিনে আবারো শুরু হয়েছে। আলোর স্বল্পতায় গতরাতে প্রথম দিনের কাজ স্থগিত করা হয়। আজ নতুন করে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস বলছে আটকে পড়া কাউকে দেখা যাচ্ছে না। তবে ধ্বংসস্তুপ পুরোপুরি না সরানো পর্যন্ত উদ্ধার কাজ বন্ধের ঘোষণা দেয়া হবে না। এদিকে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ শেষে নানা অসঙ্গতির কথা জানিয়েছে বিস্ফোরক অধিদফতরের বিশেষজ্ঞ দল। ১৪ ঘন্টা পর ঘটনাস্থলে গেছেন মালিক পক্ষের প্রতিনিধি দল। তাদের দাবি, দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষের কোন অবহেলা বা ত্রুটি ছিলো না। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহত একজনের মরদেহ শনাক্ত করেছে তার স্বজনরা। আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে তিন থেকে বাড়িয়ে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট দিতে বলা হয়েছে ৫ দিনের মধ্যে। এ বিস্ফোরণে আগুনে ৬ জন নিহত। আহত অন্তত ২০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

















