সিসি ক্যামেরায় নির্বাচনীকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ ফিরেছে : সিইসি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২০:১২ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
নির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহারের ফলে ভোটকেন্দ্রে এখন সুষ্ঠু পরিবেশ ফিরে এসেছে বলে দাবি করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। সিইসি আরো জানান, গাইবান্ধার ৫ আসনের উপনির্বাচনে ভোট বাতিলের ঘটনার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে আজ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ অর্ধশতাধিক স্থানীয় সরকার নির্বাচনী এলাকায় মধ্যরাত থেকে যান চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়। এছাড়া কাল রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলও বন্ধ।