সিলেটের রিকাবীবাজার থেকে পাঠানটুলা পর্যন্ত সড়ক বিভাজকে ৫ শতাধিক “রাধাচূড়া” গাছ রোপন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বিগত দুই বছরে সিলেট নগরীর রিকাবীবাজার থেকে পাঠানটুলা পর্যন্ত সড়ক বিভাজকে ৫ শতাধিক “রাধাচূড়া” গাছ রোপন করেছে আনন্দ নিকেতন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সকালে সিলেটের পুলিশ লাইন থেকে সুবিদ বাজার রাস্তার ডিভাইডারে রোপণ করা হয় লাল, হলুদ, আর কমলা রঙের বাহারী রাধাচূড়া ফুল গাছ। আর এতে উচ্ছ্বসিত নগরবাসী। পর্যায়ক্রমে অন্যান্য রাস্তাতেও এই গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। আনন্দ নিকেতন কর্তৃপক্ষ জানান, ২০১৫ সালে গাছটি প্রথমে বগুড়া থেকে আনানো হয়। পরে ২০১৮ ও ২০১৯ সালে শিক্ষার্থীদের অর্থায়নে লাগানো হয় ৪শ’ গাছ। চলতি বছরে নিজেদের উৎপাদিত আরো শতাধিক রাধাচূড়া রোপন করা হয়েছে। এতে সহযোগিতা করছে সিলেট সিটি কর্পোরেশন।