সিলেটের পর্যটন-খাত আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে প্রতিষ্ঠিত হয়েছে গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্ট

- আপডেট সময় : ১১:০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
পূণ্যভূমি সিলেট। নান্দনিক সৌন্দর্য যে ভূমির অলংকার আর ঐতিহ্য যার অহংকার। সেই সিলেটের পর্যটন-খাত আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে প্রতিষ্ঠিত হয়েছে এসএ গ্রুপের গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্ট। এসএ গ্রুপের দ্বিতীয় চেইন হোটেলের প্রতিষ্ঠালগ্নকে স্মরণীয় করে রাখতে সিলেটের কুশিয়ারার ইন্টারন্যাশনাল কনভেশন হলে অনুষ্ঠিত হলো গালা কনসার্ট। ফোক সম্রাজ্ঞী মমতাজসহ; খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহনে সাজানো মনোজ্ঞ এ সাংস্কৃতিক আয়োজন সরাসরি সম্প্রচার করে এসএটিভি।
ফাগুনের সন্ধ্যায় আলো ঝলমলে মঞ্চে ; ভাটির সুরসাধক হাসন রাজার গানের মধ্যদিয়ে শুরু হলো গালা কনসার্ট। এরপর ভাটিরই আরেক নন্দিত সুরসাধক বাউল শাহ আব্দুল করিমের একের পর এক গানে মুগ্ধতা ছড়ালেন ফকির শাহবুদ্দীন।
সুরের নেশায় বুদ হয়ে থাকা হলভর্তি দর্শকের উপস্থিতিতে নতুন করে প্রাণসঞ্চার করলো সুকণ্ঠী -সুদর্শনা ঐশির গান।
বিভিন্ন মেজাজের লোকগানকে একালের মেজাজে ঐশি উপস্থান করেন দর্শকের সামনে। জমকালো এ আয়োজনের মধ্যভাগে, এসএগ্রুপের হাত ধরে; সিলেটের পর্যটন খাতে নতুন এ সম্ভবনার দূয়ার উন্মোচিত হওয়ায় সিলেটবাসীকে অভিনন্দন জানান এসএগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আমন্ত্রিত অতিথিগণ। সন্ধ্যা যখন রাতের পথে যাত্রা করেছে তখনই মঞ্চে এলেন তারণ্যের ক্রেজ ইমরান। দুই বাংলার সিনেমার জনপ্রিয় গানের মূর্ছনায় হলভর্তি দর্শকের মাতালেন ইমরান।
জমকালো সে সুরের আসরের ফোক সম্রাজ্ঞী মমতাজ দরাজ কণ্ঠে শোনালেন একের পর এক লোকপ্রিয় গান। মমতাজের চেনা ভঙ্গি আর গানের মাদকতায় মঞ্চ যেমন জমলো; তেমনি বাদ্যে ছন্দে আনন্দে মেতে ওঠে দর্শক ।