সিলেটে ‘মুজিব’ গ্রাফিক নভেল বিতরণ করেছে বিকাশ ও বিশ্ব সাহিত্য কেন্দ্র

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
সিলেটে ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘মুজিব’ গ্রাফিক নভেল বিতরণ করেছে বিকাশ ও বিশ্ব সাহিত্য কেন্দ্র।
সকালে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিদের হাতে নভেল তুলে দেওয়া হয়। এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে জানা মানেই–একটি দেশের অভ্যুদয়কে জানা। মুজিব গ্রাফিক নভেলের মাধ্যমে শিশুরা কেবল বঙ্গবন্ধুকে নয়; বাংলাদেশকে জানার সুযোগ পাবে। সংলাপ, গদ্য ও চিত্রের সমন্বয়ে শিশু-কিশোরদের উপযোগী ফরম্যাটে—বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা চিত্রিত হয়েছে মুজিব-গ্রাফিক-নভেলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।