সিলেটে দ্বিতীয় দিনের মতো চলছে ৭২ ঘণ্টার পরিবহণ ধর্মঘট
- আপডেট সময় : ০২:১১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
সিলেটে দ্বিতীয় দিনের মতো চলছে ৭২ ঘণ্টার পরিবহণ ধর্মঘট । দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
এ পরিবহণ ধর্মঘটকে ‘অযৌক্তিক’ দাবি করে সিলেটের নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, চলমান এ ধর্মঘটে শ্রমিকদের সম্পৃক্ত করার বিষয়টি ‘সিন্ডিকেট আন্দোলন’। একই সাথে আন্দোলনের মাধ্যমে আদালত অবমাননা করা হচ্ছে। পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘট চলবে ২৫ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত। এই ধর্মঘটে সিলেট বিভাগের তিন জেলায় বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, কোচ, লেগুনা, ট্যাংকলরি, সিএনজিচালিত অটোরিকশাসহ সব গণপরিবহনের চলাচল বন্ধ থাকার কথা জানানো হয়। তবে অ্যাম্বুলেন্স, বিদেশগামী যাত্রী, ফায়ার সার্ভিস, সংবাদপত্র ও জরুরি ওষুধ সরবরাহের গাড়ি ধর্মঘটের আওতামুক্ত থাকবে। কোয়ারিতে অবৈধ বোমা মেশিন ব্যবহার, পরিবেশ ধ্বংস, মানুষের মৃত্যুর পরও পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে চলমান কাল থেকে ধর্মঘট শুরু হয়।





















