সিলেটে উজানের ঢলে বন্যার আশঙ্কা
																
								
							
                                - আপডেট সময় : ০৯:৫৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
 - / ১৯৩৫ বার পড়া হয়েছে
 
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দুদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে সিলেটে। জেলার অধিকাংশ নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে নদ-নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে গত দুইদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ উপজেলার সবচেয়ে বড় নদী সারীনদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। উপজেলার নিজপাট ইউনিয়নের বিভিন্ন গ্রাম পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যে জানা যায়, চব্বিশ ঘন্টা আগে কানাইঘাটের পানি বিপদৎসীমার ১২ দশমিক ৪৫ সেন্টিমিটার পানি। সিলেটে সুরমার বিপৎসীমা ৮ দশমিক ৩০ সেন্টিমিটার হলেও বুধবার সকালে তা ছিল ৯ দশমিক ৪০ সেন্টিমিটার। একইভাবে বেড়েছে কুশিয়ারার আমলশিদ ও শেওলা এলাকা এবং সারি-গোয়াইনের সারিঘাট ও গোয়াইনঘাট এলাকায় পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
																			
																		
















