সিলেট বিভাগে ৭২ ঘণ্টার পরিবহণ ধর্মঘটের শেষ দিন আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে সিলেট বিভাগে ৭২ ঘণ্টার পরিবহণ ধর্মঘটের শেষ দিন চলছে আজ। এছাড়া সিএনজিচালিত অটোরিকশা চালকদেরও ধর্মঘট চলছে সিলেটে।
এই ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন বিভাগের চার জেলা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজারের যাত্রী ও ব্যবসায়ীরা। আর এই সুযোগে অতিরিক্ত ভাড়ায় যাত্রী পরিবহণ করছেন মোটরসাইকেল চালকরা। শীতকালীন সবজি, ফলমূল আর নিত্যপণ্য নিয়ে বিশাল ক্ষতির মুখে ব্যবসায়ী ও শ্রমিকরা। ব্যবসায়ী নেতারা বলছেন, পণ্যবাহী ট্রাক আটকে থাকায় প্রতিদিন কোটি টাকার লোকসান হচ্ছে। এদিকে অটোরিকশার দরজায় গ্রিল লাগানোর নির্দেশনার প্রতিবাদেও চলছে সিএনজিচালিত অটোরিকশা চালকদের ধর্মঘট। উপায় না পেয়ে ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে দূরের গন্তব্যে ছুটেছেন অনেকে।