সিরিয়ার উত্তরাঞ্চল থেকে প্রত্যাহার করা সেনা সদস্যদের ইরাকে মোতায়েন করা হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
- / ১৬২০ বার পড়া হয়েছে
সিরিয়ার উত্তরাঞ্চল থেকে প্রত্যাহার করা সেনা সদস্যদের ইরাকে মোতায়েন করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।
স্থানীয় সময় রোববার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেন, সিরিয়ার থেকে প্রত্যাহার করা সেনা সদস্য ইরাকে ইসলামিক স্টেটের পুনরুত্থান ঠেকাতে সহযোগিতা করবে। গেল ৬ অক্টোবর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপ শেষে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ষোষণা দেন ট্রাম্প। এরপর তুরস্কে বসবাসরত সিরীয় শরণার্থীর জন্য একটি নিরাপদ এলাকা গড়ে তোলার উদ্দশ্যে সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযান শুরু করে তুরস্ক। এরইমধ্যে সিরীয়ার সীমান্ত শহর রাস আল-আইন দখল নিয়েছে তুর্কি বাহিনী।