সিরিজের পঞ্চম ও শেষ টি-টুয়েন্টিতেও জিতেছে ওয়েস্ট ইন্ডিজ

- আপডেট সময় : ০৯:২৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সিরিজের পঞ্চম ও শেষ টি-টুয়েন্টিতেও জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়াকে হারিয়েছে ১৬ রানে। এই জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করলো ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৮৩ রানে থামে অজিদের ইনিংস।
সেন্ট লুসিয়ায় টস জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ৪০ রানে প্রথম উইকেট হারানোর পর অজিদের ওপর তান্ডব চালায় ক্যারিবীয়রা। এভিন লুইস ৩৪ বলে করেন ৭৯ রান। ৯টা ছক্কার সাথে মারে ৪টা চারও। ক্রিস গেইল করেন ৭ বলে ২১। আর ক্যাপ্টেন পুরানের ব্যাট থেকে আসে ১৮ বলে ৩১ রান। ৮ উইকেটে ১৯৯ রান তোলে উইন্ডিজ। জবাবে ৪৬ রানে ২ ইউকেট হারায় সফরকারী অস্ট্রেলিয়া। অজিদের কারো ব্যাটেই আসেনি ফিফটি তবে, ফিঞ্চের ২৩ বলে ৩৪, মার্সের ১৫ বলে ৩০ বা ম্যাথু ওয়েডের ২৬ রানের ইনিংস কিছুটা আশা জাগায় অজিদের। যদিও শেষ পর্যন্ত আর জিততে পারেনি অস্ট্রেলিয়া। কটরেল ও আন্দ্রে রাসেল নিয়েছেন ৩টি করে উইকেট।