সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। হারাতের স্বাগতিকদের দেয়া ২৪১ রানের টার্গেটে ব্যাট করছে তামিমের দল। শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ১৩৮ রান।
এ ম্যাচেও সুবিধা করতে পারেননি তামিম ইকবাল। ব্যক্তিগত ২০ রানে সাজঘরে ফেরেন দেশসেরা ওপেনার। একুশের বেশি করতে পারেননি প্রথম ওয়ানডের সেঞ্চুরিয়ান লিটন দাস। মিথুন-মোসাদ্দেকরা আরও একবার প্রমাণে ব্যর্থ। বিপর্যয়ে দলের হাল ধরেন দুই কাণ্ডারি সাকিব-মাহমুদউল্লাহ। এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই টাইগারদের বোলিং তোপে পরে জিম্বাবুয়ে। মাঝে প্রতিরোধ গড়েন অধিনায়ক ব্রেনডান টেইলর ও মাধেভেরে। টেইলরের ৪৬ আর মাধভেরের ৫৬ রানে ৯ উইকেটে ২৪০ রানের পূঁজি পায় স্বাগতিকরা। ৪৬ রান খরচায় ৪ উইকেট নিয়ে সেরা বোলার শরিফুল ইসলাম। প্রথম ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।