সিরিজের তৃতীয় ম্যাচেও হারলো আফগানিস্তান
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / ১৬৩১ বার পড়া হয়েছে
ভারতের লখনৌতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচেও হারলো আফগানিস্তান। এর ফলে ওয়েস্ট ইন্ডিজের কাছে টানা তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হলো তারা।
সোমবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। টস জিতে আফগানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ক্যারিবীয়রা। হজরাতুল্লাহ জাজাইয়ের অর্ধশতকে ভালো সূচনাও পায় তারা। তবে জাজাইয়ের বিদায়ের পর আসগর আফগান ও মোহাম্মদ নবীর অর্ধশতকে ভর করে ৭ উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। জাজাই ৫০, আজগর ৮৬ ও নবী অপরাজিত ৫০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে লুইস-হেটমায়াররা দ্রুত ফিরলেও ওপেনার শাই হোপের অপরাজিত ১০৯ ও রস্টন চেজের ৪২ রানের ঝড়ো ইনিংসে ৫ উইকেট হাতে রেখে ৮ বল আগেই জয় তুলে নেয় উইন্ডিজরা।

 
																			 
																		










