সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে জয় পেয়েছে অস্ট্রেলিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। লাহোরে পাকিস্তানকে ১১৫ রানে হারিয়েছে অজিরা।
এর আগে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২২৭ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়ায় ৩৫১ রানের। জবাবে ব্যাট করতে নেমে ভাল শুরু পায় পাকিস্তান। প্রথম উইকেটে আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল হক করেন ৭৭ রানের জুটি। শফিক ফিরে যান ২৭ রানে। এরপর আজহার আলি দ্রুত ফিরে গেলে বাবর আজমের সাথে ৩৭ রানের জুটি গড়ে ইমামও ফিরে যান ৭৭ রানে। মিডল ওর্ডার ব্যাটারদের এমন আসা-যাওয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ হারায় পাকিস্তান। বাবর ৫৫ করে ফিরে গেলে পাকিস্তানের হার হয়ে দাড়ায় সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত ২৩৫ রানে অলআউট হয় পাকিস্তান। এ জয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতল অস্ট্রেলিয়া।
















