সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়ছে জিম্বাবুয়ে ও বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়ছে জিম্বাবুয়ে ও বাংলাদেশ হারারেতে টস হেরে ব্যাট করছে জিম্বাবুয়ে। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ১০ রান।
দুই পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। শরিফুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজকে বিশ্রাম দেয়া হয়েছে। তাদের পরিবর্তে খেলছেন নুরুল হাসান সোহান ও মোস্তাফিজুর রহমান। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করছে বাংলাদেশ। এবার জিম্বাবুয়ের মাটিতে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের টার্গেট নিয়ে নেমেছে টাইগাররা। ঈদের আগের দিন এই ম্যাচ জিতে ঈদের আনন্দে পূর্ণতা দিতে চায় ক্রিকেটাররা।টানা জয়ে উজ্জ্বীবিত বাংলাদেশ। অন্যদিকে সিরিজ হারলেও হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া জিম্বাবুয়ে। এদিকে, এই ম্যাচ দিয়ে ক্যারিয়ারের দুইশতম ওয়ানডের মাইলফলক পূরণ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ।