সিরাজগঞ্জের নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১৯১৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের বিসিক মোড়ে এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় ছাত্রলীগ এবং যুবলীগের ২ নেতা-কর্মীক আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিসিক মোড় এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নির্মাণ শ্রমিক নজরুল ইসলাম কাজ শেষে রাতে অটোরিকশা করে বাড়ি ফেরার পথে বিসিক মোড়ে ওত পেতে থাকা একদল মুখোশধারী দুর্বৃত্ত তাকে বহনকারী অটোরিকশার গতিরোধ করে বুকে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নজরুলকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার পরিদর্শক গোলাম মোস্তফা জানায়, এ ঘটনার সাথে জড়িত সন্দেহ রাতেই স্থানীয় ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন ও যুবলীগ কর্মী বুলবুলকে আটক করা হয়।
















