সিরাজগঞ্জের কামারখনন্দে সরকারী ন্যায্য মূল্যর খাদ্য কর্মসূচীর ৩৫ বস্তা চাউল উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের কামারখনন্দের হাটখোলার একটি দোকান থেকে সরকারী ন্যায্য মূল্যর খাদ্য কর্মসূচীর ৩৫ বস্তা চাউল উদ্ধার।এসময় দোকানের মালিক আল-মাহমুদকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গেলরাতে কামারখন্দ উপজেলা নিবাহী অফিসার মেরিনা সুলতানার নেতৃত্বে একটি দল কামারখন্দ উপজেলা সদরের হাটখোলায় অবস্থিত মেসার্স আয়ান এন্টার প্রাইজের দোকানে থাকা সরকারী ন্যায্য মূল্যর খাদ্য কমসূচীর ৩৫ বস্তা চাউল উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে সরকারী চাউল সংরক্ষণের অভিযোগে আল-মাহমুদ নামে একজনকে আটক করা হয়। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।