সিরাজগঞ্জে ৩৫ কেজি ওজনের বিষ্ণু মুর্তি উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশে বিক্রির সময় কষ্টি পাথর সাদৃশ্য ৩৫ কেজি ওজনের একটি বিষ্ণু মুর্তি উদ্ধার করেছে রেব ।এঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
বিকেলে হাটিকুমরুলে রেব-১২ হেড কোয়াটারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেব-১২’র উপঅধিনায়ক মেজর মশিউর রহমান জানান, তাড়াশ উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে একটি প্রত্নতাত্বিক কষ্টি পাথরের সাদৃশ্য প্রাচীন বিষ্ণু মুর্তি চোরাবাজারে বিক্রির সময় উদ্ধার করে রেব।এর ওজন ৩৫ কেজি।এসময় তাদের কাছে ৩টি চেকের পাতা,একটি স্ট্যাম্পসহ ক্রয় বিক্রির সাথে জড়িত ৩জনকে আটক করা হয়।আটককৃতরা হলো সাদেক হোসেন, গোলাম সাকলাইন এবং শ্রী রাম সরকার।এদের সকলের বাড়ি তাড়াশ উপজেলায়।