সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলছে। পাশাপাশি বাড়ছে অভ্যন্তরীন নদ-নদীর পানিও।
বর্তমানে সিরাজগঞ্জ পয়েন্টে ৩৩ সেন্টিমিটার ও কাজিরপুর পয়েন্ট যমুনার নদীর পানি ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নদীর পানি সব পয়েন্টেই বিপদসীমা অতিক্রম করায় চরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সকালে ইসরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি এরকর্ড করা হয়েছ ১৩ দশমিক ৬৮ মিটার। ২৪ ঘন্টায় ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার ওপরে রয়েছে। অন্যদিকে কাজিরপুর মেঘাই পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬২ মিটার। ফলে কাজিরপুর, সিরাজগঞ্জ, বেলকুচি, চৌহালি ও শাহাজাদপুরের বিস্তীর্ণ চরাঞ্চলগুলো প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রতিদিনই পানিবন্দি হয়ে পড়ছে অসংখ্য মানুষ।