সিরাজগঞ্জে যমুনা নদীতে বিলীন হচ্ছে পাড়
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৪:৪৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
 - / ১৭২১ বার পড়া হয়েছে
 
সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বাড়া-কমার খেলায় বিলীন হচ্ছে পাড়। গত দু’দিনে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকার শাহজাহান মোড়ে তীব্র ভাঙন দেখা দেয়।
ভাঙ্গনে ইতোমধ্যে প্রায় দেড় শতাধিক মিটার এলাকা বিলীন হয়ে গেছে। এছাড়াও নদী তীর রক্ষা বাঁধের ওপরে নির্মিত রানীগ্রা-রতনকান্দি আঞ্চলিক সড়কটিও ঝুঁকিতে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, ভাঙনরোধে দ্রুত জিওব্যাগ ফেলা শুরু হয়েছে। গত বছর একই স্থানের ভাঙ্গন অস্থায়ীভাবে মেরামত করা হয়। স্থায়ী মেরামতের দরপত্র আহ্বান করা হলেও কাজ শুরু হয়নি। আকস্মিক ভাঙনে নদীপাড়ের অনেকাংশ বিলীন হয়ে হওয়ায় ইতোমধ্যে আশপাশের অর্ধশত বসতবাড়ি ও দোকানপাট সরিয়ে নেয়া হয়েছে।
																			
																		














