সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে প্রায় ১২ কিলোমিটার এলাকায় যানজট
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে প্রায় ১২ কিলোমিটার এলাকায় যানজট। উত্তরবঙ্গগামী লেনের কোনাবাড়ী থেকে নলকা ব্রিজ পর্যন্ত এই জ্যামে নাকাল পথচারীরা।
ভারী বৃষ্টির কারণে সৃষ্ট খানাখন্দ, মহাসড়কে নির্মাণাধীন সেতু ও ফোরলেনের নির্মাণাধীন কাজের জন্য বেঁধে দেয়া গতিসীমার কারণে যানবাহনের ধীরগতিতে এই যানজট। রাতে কিছুটা কমলেও সকালে ওই রাস্তায় আবারো বেড়ে যায় গাড়ির চাপ। ফলে আবার যানজট শুরু হয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন জানান, যাত্রী ও ব্যবসায়ীদের দুর্ভোগ কমাতে মহাসড়কে ট্রাফিক পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। তবে ঢাকাগামী লেনে যান চলাচল করছে সিগনাল অনুযায়ী।
















