সিরাজগঞ্জে কাউন্সিলর তরিকুল হত্যা মামলার পলাতক আরো দুই আসামী গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৭১৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে নব নির্বাচিত পৌর কাউন্সিলর তরিকুল ইসলাম হত্যা মামলার পলাতক আরো দুই আসামীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ
গ্রেফতারকৃত হলো মামলার প্রধান আসামী সাব্বির হোসেন এবং মোহাম্মদ রতন। তারা দু’জনেই শহরের সাহেদনগর বেপারীপাড়া মহল্লার বাসিন্দা। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর ফকিরতলা ব্রীজ এলাকা থেকে সাব্বির হোসেনকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ এবং অপর আসামী রতনকে আরেক এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ নিয়ে তরিকুল ইসলাম হত্যা মামলায় এজাহারে থাকা ৫ জন ও সন্দেহভাজন ৫ জন সহ মোট ১০ জনকে গ্রেফতার করা হলো। সকালে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্নিগ্ধ আক্তার।