সিরাজগঞ্জে আ’লীগ কর্মী আবদুল জলিল হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে আওয়ামী লীগ কর্মী আবদুল জলিল হত্যা মামলার প্রধান আসামী সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের ভাতিজা নান্নু বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লতিফ বিশ্বাসের ভাতিজা ও হত্যা মামলার প্রধান আসামি নান্নু বিশ্বাসকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উল্লেখ্য গত ২৪ মার্চ চৌহালী উপজেলার এনায়েতপুর থানায় আওয়ামী লীগের সম্মেলন চলাকালে বর্তমান সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগ কর্মী আব্দুল জলিলকে কুপিয়ে হত্যা করা হয়।























