সিরাজগঞ্জ দিয়ে ঈদ ছুটি শেষে ফের করোনা ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ দিয়ে ঈদ ছুটি শেষে ফের করোনা ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ।
কর্মস্থলে যোগদানের জন্য শত শত গার্মেন্টস কর্মীসহ অন্যান্য পেশার লোকজন ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে গণ পরিবহণ না থাকায় বিরম্বনায় পড়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ কড্ডা মোড়ে। সকাল থেকে তারা অপেক্ষা করছেন যানবাহনের জন্য। দু একজন মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাবার সুযোগ পেলেও অধিকাংশ গার্মেন্টস কর্মীসহ অন্যান্য লোকজন অতিরিক্ত ভাড়ার পাশাপাশি গণপরিবহণ বন্ধ থাকায় সকাল থেকে আটকা পড়ে আছে।






















