সিরাজগঞ্জ উল্লাপাড়ার গ্রামীণ জনপদের অবকাঠামো সংস্কারে নেয়া হয়েছে উদ্যোগ
- আপডেট সময় : ০৫:০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ ইউনিয়নের গ্রামীণ জনপদের অবকাঠামো সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে ৪০ দিনের কর্মসূচিতে সাধারণ রাস্তা ও ধসে যাওয়া সড়কের দু’পাশ সংস্কার করা হচ্ছে। এতে দীর্ঘদিন চলাচলের অনুপযোগী রাস্তাগুলো আবারো চলাচলের উপযোগী হয়ে উঠছে। আর এই কর্মসূচিতে কাজ পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বেশ কয়েকটি ওয়ার্ডে কর্মসূচির আওতায় রাস্তা সংস্কারের কাজ করছেন শ্রমিকেরা। হতদরিদ্র পরিবারের কর্মহীন ১২৮ জন কাজের সুযোগ পেয়েছেন। এতে করে প্রত্যন্ত অঞ্চলগুলো এখন শহরে রুপ নিচ্ছে আর এখানে কর্মসংস্থানের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছেন হতদরিদ্র মানুষ।
সংস্কার হওয়ায় ইউনিয়নের অবহেলিত রাস্তা গুলো এখন চলাচলের উপযোগী হয়ে উঠেছে। সেই সাথে বর্ষার সময় রেহাই পাওয়া যবে কাঁদা থেকে । এছাড়া প্রত্যন্ত অঞ্চলে সাথে শহরের যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় খুশি স্থানীয়রা।
চলমান এ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের বেশকিছু রাস্তা সংস্কার করা হয়েছে। সেইসঙ্গে কাজের সুযোগ পেয়েছে কর্মহীন দরিদ্র মানুষ। তবে সংশ্লিষ্ট কতৃপক্ষের আরো পৃষ্ঠপোষকতা পেলে এই ইউনিয়নের চিত্র দ্রুত বদলে যাবে বলে দাবি এই জন প্রতিনিধির।
কর্মসংস্থান কর্মসূচীর আওতায় এসব অবহেলিত রাস্তা উন্নয়ন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।










