সিনহা হত্যা মামলায় নবম দফায় দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক চলছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
মেজর সিনহা হত্যা মামলায় নবম দফায় দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক চলছে। সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আসামিদের উপস্থিতিতে আলোচিত এ মামলার আসামীপক্ষের যুক্তিতর্ক শুরু হয়।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বরখাস্ত হওয়া ওসি প্রদীপসহ ওই মামলার ১৫ আসামিকে কক্সবাজার জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানান, যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিন মামলায় ১৫ আসামির মধ্যে অভিযুক্ত এপিবিএন সদস্য শাহজাহান, জুবায়ের ও আবদুল্লাহ আল মামুন এবং পুলিশের তিন সোর্স স্থানীয় তিন বাসিন্দা মিলে ছয়জনের পক্ষে যুক্তিতর্ক সম্পন্ন হয়। আজ সোমবার এবং কাল মঙ্গলবার নির্ধারিত সময়ের মধ্যে বাকি আসামিদের জেরা শেষ হবে।



























