সিদ্দিকবাজারে ধ্বংসস্তুপ থেকে আরও একজনের মৃতদেহ উদ্ধার
- আপডেট সময় : ০১:৩৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
- / ১৭৩২ বার পড়া হয়েছে
রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় ধ্বংসস্তুপের নীচ থেকে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে এ দুর্ঘটনায় ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এ দুর্ঘটনায় আহত অনেকেই এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে..আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
সকালে সাংবাদিকদের তিনি বলেন, ‘আহতদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ঢাকা মেডিকেলে বর্তমানে ১৫ জন চিকিৎসাধীন আছেন।
এদিকে.. বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
ভবনটি এ অবস্থায় থাকবে নাকি ভেঙে ফেলা হবে এ ব্যাপারে আজ সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মহাব্যবস্থাপক হায়দার আলী।
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক পর্যায়ে কমিটি প্রতিনিধিরা আজ ঘটনাস্থল পরিদর্শন করবেন। তারা সিদ্ধান্ত নেবেন ভবনটি রাখা যাবে নাকি ভেঙে ফেলতে হবে। ভবনের পিলার, কলাম ধসে গেছে, ছাদও নিচের দিকে দেবে গেছে।



























