সিটি কর্পোরেশনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
নির্বাচনে বিরোধী দল অংশ না নিলে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনপ্রতিনিধি নির্বাচিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউটে কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জনগণের আস্থা অর্জনে কাউন্সিলরদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। সরকারি টাকা সঠিক কাজে ব্যবহার করলে সরকারের সামর্থ্য অনুযায়ী বরাদ্দ দেয়া হবে। শহরের উন্নয়ন নিশ্চিত করতে সিটি করপোরেশনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলেও জানান তাজুল ইসলাম।