সিটি করপোরেশন এলাকায় আজ সকাল থেকে চলছে গণপরিবহন

- আপডেট সময় : ০১:১৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সিটি করপোরেশন এলাকায় আজ সকাল থেকে চলছে গণপরিবহন। জনদুর্ভোগ লাঘবে সরকারের ঘোষণার পর সকাল থেকে এসব বাসে আসন ফাঁকা রেখে যাত্রীদের বসে থাকতে দেখা গেছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় বাস চললেও বন্ধ আছে দূরপাল্লার গণপরিবহন।করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে শর্তসাপেক্ষে বিধিনিষেধ আরোপের দুই দিনের মধ্যেই সরকার দেশের সব সিটি করপোরেশন এলাকায় সকাল-সন্ধ্যা গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে বাস-মিনিবাসে অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে। ভাড়া নির্ধারিত হারের চেয়ে ৬০ শতাংশ বেশি হবে। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, লকডাউন ঘোষণার পর থেকে অধিকাংশ মানুষ গ্রামে চলে গেছে। যার ফলে রাজধানী অনেকটাই ফাঁকা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়েনি। বেশীরভাগ দোকানপাটই খোলা রয়েছে।