সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশিট গ্রহণ করেছে আদালত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ১৬০১ বার পড়া হয়েছে
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশিট গ্রহণ করেছে আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস ডিবি পুলিশের দেয়া চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ২৭ আগস্ট মামলার চার্জ শুনানির তারিখ ধার্য করেন। এসময় দুদকের মামলায় রিমাণ্ডে থাকা শাহেদকে আদালতে হাজির করা হয়। গত ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ শায়রুল ঢাকার সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন। গত ১৩ আগস্ট মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। উল্লেখ্য, গত ১৫ জুলাই ভারতে পালানোর সময় সাতক্ষীরার সীমান্ত থেকে সাহেদকে গ্রেপ্তার করে রেব।
























