সালাম না দেয়ায় ছাত্রদল নেতা টিপুকে কুপিয়েছে সন্ত্রাসীরা
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
 - / ১৫৯৩ বার পড়া হয়েছে
 
সালাম না দেয়ার দ্বন্দ্বে সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রফিকুল ইসলাম টিপুকে কুপিয়েছে সন্ত্রাসীরা।
কিছুদিন পূর্বে রাজিনের সাথে আহত টিপুর দেখা হয়। এ সময় টিপু তাকে দেখে কেন সালাম দেয়নি জিজ্ঞাসা করে। এ নিয়ে টিপুর সাথে রাজিনের বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে রাজিনকে চড়-থাপ্পড় মারে টিপু। ওই সময় টিপুকে দেখে নেয়ার হুমকি দেয় রাজিন। ধারণা করা হচ্ছে ওই ঘটনার জের ধরে টিপুকে কোপানো হয়। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। ২০১১ সালের ২৩ মার্চ একই স্থানে টিপুর ভাই সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের তৎকালীন সভাপতি রাফসান আহমেদ জিতুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
																			
																		















