সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি সবাইকে নিয়ে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবে, দেশে নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে, নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এখানে সরকারের কোন হস্তক্ষেপ থাকবে না বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুর কাদের।
সকালে সাভারে আমিনবাজারে নির্মাণাধীন ৮ লেনের সেতু পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী। এসময় তিনি বলেন, আন্দোলনের নামে কেউ সহিসংতা করলে জনগনকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। এছাড়া সম্প্রতি যুক্তরাজ্যে টিউলিপের গাড়ি হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বৃটিশ সরকারের পদক্ষেপের বিষয়টিও নজরে রাখছেন। নির্বাচন বিষয়ে মন্ত্রী আরো বলেন, প্রচলিত নিয়ম অনুসারে নির্বাচন হবে, সংশয়ের কোন কারন নেই।