সার্চ কমিটিতে আসা সব নাম প্রকাশ হবে কাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ অন্য দলগুলোর কাছে কাল বিকেল ৫টার মধ্যে নামের তালিকা চেয়েছেন সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিকেলের বৈঠকের পর তিনি আরও জানান, প্রস্তাবিত সবার নামের তালিকা কাল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন সার্চ কমিটির প্রধান- আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। বৈঠকে যোগ দেননি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও মোবারক হোসেনসহ বেশ কয়েকজন। দ্বিতীয় দিনের বৈঠকে ১৮ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিটির সদস্য হিসেবে সার্চ কমিটিতে আসা প্রত্যেকের নাম মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কাল বিকেল ৫টার পর নামগুলো ওয়েবসাইটে পাওয়া যাবে। এদিকে, বৈঠকে অংশ নেয়া বিশিষ্টজনরা বলেন, দেশে কেউ নিরপেক্ষ নয়।










