সারাদেশের ৫০ শয্যা হাসপাতালগুলো ক্রমান্বয়ে ১০০ শয্যায় উন্নীত করা হবে
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৪:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
 - / ১৮৯২ বার পড়া হয়েছে
 
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সারা দেশের ৫০ শয্যা হাসপাতালগুলো ক্রমান্বয়ে ১০০ শয্যায় উন্নীত করা হবে। সকালে নীলফামারীর সংগলশী ইউনিয়নের দীঘলডাঙ্গিতে সঞ্জীব-মালতী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালের জমি অধিগ্রহণ সমস্যার সমাধান হয়েছে। খুব শীঘ্রই অন্যান্য সমস্যার সমাধান করা হবে। নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম, স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মোকবুল হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামালসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
																			
																		














