সারাদেশের ভুমিহীনদের মাথা গোজার ঠাঁই করে দিতে সরকার বদ্ধপরিকর : তোফাজ্জল হোসেন মিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
সারাদেশের ভুমিহীনদের মাথা গোজার ঠাঁই করে দিতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া।
সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকার দুটি আশ্রয়ন প্রকল্প পরিদর্শনকালে একথা বলেন তিনি। বিশ্বের কোন সরকার জনগণের জন্য এমন উদ্যোগ নেয়নি বলে দাবি করেন এই সিনিয়র সচিব। এসব আশ্রয়ন প্রকল্পে রাস্তা, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠানসহ পর্যায়ক্রমে আদর্শ আবাসন নির্মাণ করা হবে বলেও জানান তিনি। এসময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দীন, জেলা প্রশাসক মমিনুর রহমানসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই আশ্রয়ন প্রকল্পে ৬৫ জনকে ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। নতুন আরও ১৩০টি ঘর তৈরি করা হচ্ছে।





















