সারাদেশের বিএনপি নেতাকর্মীসহ পৃষ্ঠপোষকদের তালিকা তৈরি হচ্ছে : ফখরুল

- আপডেট সময় : ০১:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সারাদেশের বিএনপি নেতাকর্মীসহ পৃষ্ঠপোষকদের তালিকা তৈরি করছে সরকার। ঢাকা থেকে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলন দমাতে সরকারের এইসব পদক্ষেপের কড়া জবাব দেয়া হবে। সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে না বলে আওয়ামী লীগ নানা কৌশলের আশ্রয় নিয়েছে।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, সারাদেশের বিরোধীদলের নেতা-কর্মী, সহযোগী ও অর্থযোগান দাতাদের তথ্য সংগ্রহে পুলিশের হেড কোয়ার্টার থেকে স্থানীয়দের নির্দেশ দেয়া হয়েছে।
বিরোধীদল নিবার্চনে না আসলে সংলাপও হবে না প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ফাঁকা মাঠে গোল দিতে আওয়ামী লীগ নানা কৌশলের আশ্রয় নিচ্ছে।
এই সরকারের অধীনে আর কোনো পাতানো নির্বাচন হতে দেয়া হবে না বলেও ফের হুঁশিয়ারী দেন মির্জা ফখরুল।