সারাদেশের ফুলের চাহিদা মেটাতে প্রস্তুত ফুলের সাম্রাজ্যখ্যাত যশোরের গদখালির ফুল চাষীরা
- আপডেট সময় : ১০:৩১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৭৪০ বার পড়া হয়েছে
বিশ্ব ভালবাসা দিবসে, সারাদেশের ফুলের চাহিদা মেটাতে প্রস্তুত ফুলের সাম্রাজ্যখ্যাত যশোরের গদখালির ফুল চাষীরা। এরই মধ্যে দেশজুড়ে ব্যবসায়ীরা তাদের চাহিদা জানাতে শুরু করেছেন। দু’এক দিনের মধ্যে চাহিদামত বিক্রিও শুরু হবে। ফুল বিক্রির বিশেষ দিবসে, ভাল দামের আশা করছেন চাষীরা।
সুজলা-সুফলা, শষ্য-শ্যামলা এ দেশে তরুণ-তরুণীদের কাছে বিশ্ব ভালবাসা দিবসের কদর নেহাৎ কম নয়। আর এ দিবসে প্রিয়জনের মন রাঙাতে ফুলের বিকল্প নেই। ফুলের সে চাহিদা পূরণে এবারও ব্যাপক প্রস্তুতি নিয়েছেন যশোরের গদখালীর ফুলচাষীরা। বিশ্ব ভালবাসা দিবসের বাজার ধরতে সচেষ্ট তারা। উৎপদিত ফুল কিনতে ইতিমধ্যে রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশের ব্যবসায়ীরা চাহিদা দিতে শুরু করেছেন।
আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফুলের ফলন হয়েছে বেশ। আশানুরূপ দামও পাবার প্রত্যাশায় প্রহর গুনছেন ফুলচাষীরা। তারা জানান, ভালোবাসা দিবসে গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিউলাসের পাশাপাশি ইউরোপের অপূর্ব ফুল জারবেরার চাহিদা বেশি।
ফুলচাষী ও ব্যবসায়ী নেতারা বলছেন, সবকিছু ঠিকঠাক থাকলে, বিশ্বভালবাসা দিবসে এবার ফুলের ব্যবসা হবে জমজমাট। ফুলচাষীরা মনে করছেন, বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে, গদখালিতে ১২ ফেব্রুয়ারি বুধবার থেকে ফুল বিকিকিনি শুরু হবে। চলবে ১৪ ফেব্রুয়ারি সকাল অব্দি।
আপস…























