সারাদেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে জামালপুরের নকশীকাঁথা

- আপডেট সময় : ০৮:১৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
জামালপুরের নকশীকাঁথা বাংলাদেশের গর্ব। জেলায় সব মিলিয়ে ২ লাখেরও বেশী নারীকর্মী জড়িয়ে আছে নকশী সূচি শিল্পের সাথে।
সুই-সুতায় নানা ডিজাইন, রঙ আর বর্ণে তারা ফুটিয়ে তোলেন নকশীকাঁথা, বেডকভার, শাড়ি, ফতুয়া, পাঞ্জাবী, সালোয়ার-কামিজ। মানের দিক থেকে উন্নত এখানকার নকশীপণ্য সারাদেশের চাহিদার পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশেও।
এবারের ঈদে গরমের বিষয়টি মাথায় রেখে ব্যস্ত সময় পার করছেন এখানকার সূচি শিল্পীরা। বাড়তি দুপয়সা আয়ের জন্য কর্মীরা কাজ করছে রাত জেগে। জেলা শহরের শো-রুমগুলোতে নতুন নতুন নকশার নকশী কাথা, বেডকভার, শাড়ি, লেহেঙ্গা পাঞ্জাবী, সালোয়ার-কামিজ, ফতোয়া তৈরী হচ্ছে।
গেলবারের তুলনায় নকশী পণ্যের দাম একটু বেশী হলেও স্বাধ ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে পছন্দের পন্যটি ক্রয় করছেন ক্রেতারা। এইসব পণ্যের বিপুল চাহিদা মেটাতে হিমসীম খেতে হচ্ছে মাঝারি উদ্যোক্তাদের। ক্রেতাদের পছন্দের পন্যটি তৈরি করেছেন উদ্যোক্তরা।
নকশীপণ্যে ফ্যাশন আর নতুনত্ব আর মন করা জিজাইনের নিজের ও প্রিয়জনকের নকশী পন্য কিনে দিয়ে ঈদের আনন্দ করতে পারবে ক্রেতারা। আর মনসম্মত্ত পন্য ভাল দামের বিক্রি করে লাভের মুখ দেখবে বিক্রেতারাও এমন প্রত্যাশা সকলের।