সারাদেশের কোথাও আগের মতো সন্ত্রাস-চাঁদাবাজি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
সারাদেশের কোথাও আগের মতো সন্ত্রাস-চাঁদাবাজি নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ধরা পড়লে কোন অপরাধী ছাড় পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। ঢাকায় এক অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী।
বিকেলে তেজগাঁওয়ে শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, এই অঞ্চলে আগে প্রতিদিনই খুন-চাদাঁবাজি হতো। এখন হয় না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তেজগাঁ এলাকায় অপরাধ প্রবণতা একেবারেই শূন্যের কোঠায় রয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার সব সন্ত্রাসের মুলোৎপাটনে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা অনুযায়ী দেশ এখন বিশ্বে রোল মডেল।
























