সারাদেশে সব সিটে যাত্রী নিয়ে বাস চলাচল করলেও, লঞ্চ-ট্রেনে থাকছে অর্ধেক যাত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের দেয়া নিদের্শনা অনুযায়ী আজ থেকে রাজধানীসহ সারাদেশে সব সিটে যাত্রী নিয়ে বাস চলাচল করলেও, লঞ্চ-ট্রেনে থাকছে অর্ধেক যাত্রী। স্বাস্থ্যবিধি অমান্য করলে জেল-জরিমানা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে আজ থেকে পরিবর্তিত নিয়মে চলছে গণপরিবহন। সব সিটে যাত্রী বহন করছে বাসগুলো। বাসে স্যানিটাইজার ও মাস্ক পরা বাধ্যতামূলক হলেও মানতে দেখা যায়নি অনেককে। নির্দেশনা আছে করোনা টিকার সনদ ছাড়া বাস চালাতে পারবে না চালক ও শ্রমিকরা। লঞ্চ ও ট্রেন অর্ধেক আসন খালি রেখে চলবে। বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে, লঞ্চে অর্ধেক আসন খালি রেখে যাতায়াত করলেও ভাড়া বাড়বে না। করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় সরকার ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে।