সারাদেশে বাড়ছে শীতের প্রকোপ
- আপডেট সময় : ০১:১৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ধীরে ধীরে সারাদেশেই বাড়ছে শীতের প্রকোপ। শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের অভাবে অনেক আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছে।
কুড়িগ্রামে গত ৩ দিন ধরে চলছে মাঝারি শৈত্য প্রবাহ। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রী সেলসিয়াস। দিনের সুর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা। জেলার ৪ শতাধিক চরের প্রায় ৫ লক্ষাধিক মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে। এদিকে, গরম কাপড় না থাকায় অনেকই খরকুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছে।
দিনাজপুরে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে হিমেল হাওয়ার কারণে কমেনি শীতের দাপট। কাজের সন্ধানে থাকা শ্রমজীবীরা কাজ না পাওয়ায় রয়েছে নিদারুন কষ্টে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়,গতকালের তুলনায় তাপমাত্রা ২ ডিগ্রি বেড়ে আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস
হাঁড় কাঁপানো শীতে জবুথবু পঞ্চগড়, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, নেত্রকোনা, সাতক্ষীরা, নড়াইল ও গোপালগঞ্জের জনজীবন।



















