সারাদেশে নতুন করে চার’শ জন হোম কোয়ারেন্টাইনে

- আপডেট সময় : ০৭:২৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
করোনাভাইরাস সতর্কতায় সারাদেশে নতুন করে চার’শ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই ভাইরাস থেকে সচেতন থাকতে বিভিন্ন স্থানে বিতরণ করা হয়েছে লিফলেট। আর হোম কোয়ারেন্টাইন না মানায় বেশ কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত
করোনা মোকাবিলায় সর্বাধুনিক সুযোগ সুবিধা সংবলিত হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে চট্টগ্রামে। দুই দিনের মধ্যে যন্ত্রপাতি সংযোজন শেষে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালকে দেশের দ্বিতীয় হাসপাতাল হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক ও স্বাস্থ্যবিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে করোনা ভাইরাস প্রতিরোধে জরুরিসভা শেষে এসব কথা বলেন তিনি।
করেনাভাইরাস স্বাস্থ্য ঝুঁকি বিষয়ে কি করনীয় এ নিয়ে ছয় জেলার সাথে ভিডিও কনফারেন্স করেছে বরিশাল বিভাগীয় প্রশাসন। আজ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহে করোনাভাইরাস সন্দেহে বিদেশ ফেরত ২২৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে বেশীরভাগই সৌদিআরব, মালয়েশিয়া ও দুবাই ফেরত। তাদেরকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এ.কে.এম মশিউল আলাম।
কুমিল্লায় দুপুর পর্যন্ত সর্বমোট ৬১০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এসব প্রবাসীদের নিয়মিত মনিটর করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোঃ নিয়াতুজ্জামান।
দুপুরে রংপুর মহানগরীর জাহাজ কোম্পানী মোড় ও পায়রা চত্বর এলাকায় লিফলেট ও মাস্ক বিতরণ করেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগীর আল মাহী সাদ এরশাদ।
এদিকে সকালে আওয়ামী লীগের উদ্যোগে প্রেসক্লাব এলাকায় ও বিএনপি গ্রান্ড হোটেল মোড়ে লিফলেট বিতরণ করে ।গাইবান্ধার সাত উপজেলায় বিদেশ ফেরত ৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় করোনা মোকাবিলায় আরো ১৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৭১ জন হোম কোয়ারেন্টাইনে। নিয়ম না মানায় দুই প্রবাসীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মাদারীপুরে নতুন ৪৪ জনসহ মোট ২৪৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আইসোলেশনে রয়েছে ৪ জন। এছাড়া হোম কোয়ারেন্টাইন বিধি না মানায় জেলার কালকিনি পাঙ্গাশিয়া গ্রামের স্পেন ফেরত যুবককে ২০ হাজার টাকা জরিমানা এবং কালকিনির চরবিভাগদী গ্রামে ইতালি ফেরত একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চুয়াডাঙ্গায় করোনাভাইরাস সতর্কতায় বিদেশ ফেরত একজনকে আইসোলেশনে রাখা হয়েছে। ১০৪ জনকে রাখা হয়েছে হোম কোয়ারান্টাইনে ।
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশ ফেরত ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।এছাড়াও মানিকগঞ্জ, ঝিনাইদাহ, কুড়িগ্রাম,সাতক্ষীরা, ভৈরব,দিনাজপুর, টাঙ্গাইল, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায় করোনা প্রতিরোধে নানা ব্যবস্থা নেয়া হয়েছে।